খুশিতে, ঠ্যালায়, উৎসবে, আনন্দ, আসকারায়
হায়া, বেহায়া, শিক্ষা-বিদ্যা, মাতাল-উন্মাদ, মোসাহেবির মশকরায়।
সত্য-সাধু, নিষ্পাপ-শিশু, মক্কা-মদিনা-কাবা
আমরা করিবো চুরি? এ যায়না কভু ভাবা!
নহে হিংসা, নহে বিদ্রূপ, নহে কোন স্পর্ধা
যাচে মন, কহে গণ সব মিথ্যার পর্দা।
ভেলকিতে কোন  খুত নাই
যেন পান্তা ভাতে নুন,
টিভিতে দেখো, কাগজে দেখো
বাহ গাইছে সবাই গুণ!


খুশিতে, ঠ্যালায়, ভাল্লাতাছে
বইছে খুশির মেলা
খাইছি নুন, গাইছি গুণ
করি নাইতো হেলা।
হিমালয়, বেলাভূমি, চন্দ্র-সূর্য-তারা
কতিপয় নাকয়,  মিথ্যুক ভীষণ তারা।
হাত বাধা, নাক কাটা বিষে কিসে ভয়
পা চাটা, মধুমাখা পদতলে আশ্রয়।
একাদশী, বৃহস্পতি যত নেনা-দেনা
পারি পথ, করি বধ, নামের প্রবঞ্চনা।
তবুও খুশিতে, ঠ্যালায়, ভাল্লাগতাচ্ছে
মধুর কানামাছি
চেটেপুটে,  খেয়ে পরে এই বেশ ভালো আছি....