যদি ঝুমঝুম ক্লান্তি হীন বর্ষার
কোন এক অমাবস্যা রাতে
আকাশের প্রান্তরেখার
অলি-গলির পথে
অলক্ষে থাকা ছোট্ট একটি তারা
যদি নজরে আসে,
তবে ধরে নেব “আজ ভরা পূর্নিমা”
জ্যোৎস্না স্নানে জেগে থাকব
আরও কিছুটা নিশি।
যদি তেপান্তরের মাঠ পেরিয়ে,
খাল-বিল নদী ছাড়িয়ে
কোন এক অজানায়
প্রাণহীন কোন নির্জন দ্বীপে
দেখি যদি একটি শুষ্ক-রুক্ষ
অজানা কোন গাছের পাতা পরে আছে......
তবে ধরে নেব
আমি একা নই।
যদি সুমদ্রের গন্ডদেশে
নৌকা-জাহাজ সব হারিয়ে
হিমধরা বরফ জলে
দেখি যদি একটি
চুনোপুঁটির সাঁতার
তবে বুঝে নেব,
“আহ্ বেঁচে থাকার কি আনন্দ”!
যদি পথ চলতে চলতে
সীমানা মানচিত্রের কাটা তারের
বেড়ার পাশ গিরে
সৈনিকের কামান গোলার গোঙানি
কানফাটা শব্দের মুখোমুখি দাঁড়িয়ে
দেখি যদি একটি পিপীলিকার পদচিহ্ন
তবে,তবে, এই পথের পথিক
আমি একা নই----
এ পথে আছে, “হাজারো প্রাণের স্পন্দন",
যাদের আছে কিনা সীমানা পেরোনোর নেশায়
উন্মাত হয়ে জীবন দেওয়ার
মাতাল নেশা।