একদিন অনেক দূরে যাবো
ভাটির স্রোতে ভাসতে ভাসতে
দূর অজানা আঁধারে হারাবো...


নিখিলের ছায়া ছেড়ে
অবান্তর যাযাবরের মগজে
সেইসব বালু ঝড়ে কবর দেবো
তপ্ত হৃদয়ের যত না বলা কথা....


একদিন! খুব, খুব দূরে চলে যাবো
সভ্যতার প্রাচীর  ঘেরা শিপ্ল-শৈলির কারুকার্য ছেড়ে
আদিমতম গুহায় মুক্ত করবো আমার দীর্ঘ শ্বাস!
সময় হিসাব ভুলে মানচিত্র রেখা টেনে দেবো
সেইসব নক্ষত্রের বুকে, ঠিক আমার যন্ত্রণার মত!


একদিন আগুন কে পুরাবো বুকের যন্ত্রণায়,
আগ্নেয়গিরির লাভা কে দেবো চোখের শেষ বিন্দু কণা জল
স্রোতের জল প্রত্যাখ্যাত করবে নদী
চরের যন্ত্রণা বয়ে
সেই দিন কেউ জানবেনা, কেউ বুঝবেনা
কি ব্যথা পুষেছে হৃদয়
কত অবহেলা অপমানে.....