আমার আর তার মাঝে,
বিশালায়তনের সমুদ্র,
মা বলে জডিয়ে ধরতে গেলে,
পাড় হতে হবে বিভৎস সে দূরত্ব।
কে জানতো এমন হবে,
কেই বা বলে দিত,
হাতেগোনা বার দেখা হবে?
ফোন আছে, আছে ইন্টারনেট,
তাই দিয়ে মাসের পর মাস,
যোগাযোগ, অনুভূতি সমেত।


এ কেমন দোনামনা,
কেমনই বা বিধির লিখন,
যা পেতে দূরে আসা,
বিস্তর তোড়জোড় করা,
দৌড়ে চলি যারা, লক্ষ্যের দিকে,
অজান্তে ক্রমশ হারিয়ে যাচ্ছে,
শিকড়ের পানে ফিরতে গিয়ে,
স্মৃতির পরিমাণ কমতে কমতে,
বছর থেকে মাস হয়ে দিন গুনে,
আবার কবে দেখা হবে,
কবে করবে আদর?
অনিশচয় সবই, তবুও সান্তনাতেই আছি,
উড়োজাহাজ চড়লেই যাওয়া হবে ঘর,
যেদিন খুশি, আবার কবে, যখন তখন।