বিশ্বাসী আগুনে পুড়ে যায় সমস্ত হৃদয়
কোথায় লাগাবো এন্টিসেপ্টিক ক্রিম
দগদগে ক্ষতচিহ্ন ভুলে যাই
রেখে যাই তোমার জন্য ভালোবাসা আবার
হাড় ও মাংসের মধ্যবর্তী দুরত্বকে
অধিকার করে বিচরণ করছে যন্ত্রণা অপার
তবু ভুলে গিয়ে খুলে দেই
হৃদয়ের সবুজ সাম্রাজ্য আমার।
তুমি আমার ফসলের অঙ্কুর গিলে খাওয়া
                                      - পাখি
কতটুকুই গিলে খাবে আর ?
আমাকে গিলে ক্ষেতে পারবে না।
আমাকে খুন করে খুনের রক্ত পাবে
আমাকে পাবে না। টগবগে যৌবণে ভরা
সবুজ সাম্রাজ্য আমার। খুনের রক্ত মুছে
হৃদয়ের সীমানা খোল এবার।
বিশ্বাসী আগুনে পুড়ে গেছে হৃদয় আমার
তোমাদের জন্যেই রেখে যাই ভালোবাসা
                                     -আবার।