প্রবাহমান নদী অামি দেখেছি
তার স্রোত আমায় নিয়ে এসেছে অনন্তে
সীমা-পরিসীমার হিশেব কে রাখে
আমিতো স্রোতের জল হতে চেয়েছিলাম
বহুকাল ইচ্ছে ছিল মিশে যাব সাগরে।


আজ দৃষ্টি আমার আটকে গেল
তোমার চোখের ভীতর এমন সাগর!
আমি নদী
তুমি গ্রহণ কর আমায়
আমার জল
আমার স্রোত
সব তোমার জন্য
সব তোমার জন্য-হে সাগরিকা


আমাকে শুধু সাগরসঙ্গম দাও!