চুপ কর কবি
আর কোন কবিতা নয়
প্রেমের বাজারে প্রেম নেই
ভালোবাসা শুধু অভিনয়
চালের বাজারে চাল নেই
ডালের বাজারে ডাল নেই
এই আকালের দিনে
তুই ভাত খোঁজ কবি।


প্রেয়সীর গোলাপী অধর নেই
খোলা নেই তার ঘন কালো
দীঘল চুল-
ঢেকে রেখেছে রুপালী ওড়নায়
ঢাকা তার চোখ দুটো
বাজারের চশমায়।


প্রেয়সীর পেলব শরীরের
নরম ছোঁয়া নেই
নেই তার অবিভাজ্য অভিসার
মন করে আনচান
চলছে শুধু মান অভিমান
ভেবে আর কোন লাভ নেই
চলবে না ভাবনার কোন ছড়াছড়ি।


চুপ কর কবি
আর কোন কবিতা নয়
তোর কলমের ডগায় লাগিয়ে দে-
এই আকালের আকুতি
কন্ঠে লাগিয়ে দে - শক্ত করে
কালের কালো তালা।