ভেঙ্গে ভেঙ্গে গড়েছি
নিজেকে
গড়তে গড়তে আজ আবার
ভেঙ্গে ফেললাম।
ভাঙ্গন বড় কষ্টের,
যার ভাঙ্গে আঙ্গিনা
সে জানে এ নদী ভেঙ্গে নিবে ঘর
তাই আজ রাতে হু হু করে কাঁদি
কিন্তু কান্নার শব্দ নেই কেন!
আজ রাতে আমার মনে হলো
আমি কোন দিন কবিতা
ভালোবাসি নি।আজ রাতে মনে
হলো-
আমি কোন দিন সবুজ দেখিনি
অন্ধ ছিলাম।
মনে হলো কোন দিন আমি জোসনা
দেখিনি
আমার ভিতর কাপুরুষটাকে দেখিনি।
আমি পাথরকে ফুল ভেবেছি
কাটাকে গোলাপ,দুঃস্বপ্নকে
ভেবেছি কবিতা।
আমাকে আদালতে তোল তোমরা
আমার দণ্ড হওয়া উচিত।
এত স্নিগ্ধতা,এত শোভা, আমি
করেছি অবহেলা
আমি কোন ক্ষমা চাচ্ছি না।
হে ভোরের শিশির
দোয়েলের গান
বিরহী বাবুই
কৃষ্ণচূড়া, আমি তোমাদের ক্ষমা প্রর্থী নই।
আমি জানি ক্ষমার অযোগ্য অপরাধ
কলঙ্কের কালি আমার হাতেই
তবু তোমরা কার জন্য অপেক্ষা কর?
আমারতো অপেক্ষা সয় না।
হে সবুজ
হে কবিতা
হে শিশির
হে গান
হে গোলাপ
হে বাবুই
হে কৃষ্ণচূড়া


তোমরা আমাকে আদালতে তোল
আমি মৃত্যুদণ্ড চাই।