(উৎসর্গঃ এ কবিতা মায়ের জন্য)


লাবন্য লতা,বেড়ে উঠেছো কোমলময়ী
সেই কোমলতা দিয়েছো বিসর্জন
রক্ত করেছো পানি।শুধু বেঁচে থাকবার
জন্য,শুধু ভালোবাসবার জন্য,একটু-
হাসবার জন্য,একটু হাসি দেখবার জন্য
অক্লান্ত টেনেছো ঘানি।তবু প্রেম রয়
অনুযোগহীন,প্রদীপ তবু আলোকিত করে
আঁধারে।আমি শুধু কালের কঙ্কাল
অকর্মণ্য, ফ্রেমের মত আটকিয়ে রেখেছি
পুরনো ছবি।বেচা কেনার হাটে সবতো
বিকিয়েছি,তুমি শুধু অমূল্য রত্ন।
আমি চলে যাচ্ছি
চলে যাচ্ছি বলে
চারিদিকে
এত ক্রন্দন
এত হাহাকার!
তুমি আর তোমার জরায়ু থেকে খসে -
পরা মায়া।আমার নিথর দেহের পাশে
গান গায়।কী করে ফিরে আসি মায়ার
কাছে! সময় যে হেঁটে চলে অবিরাম।


সবাই সয় দুঃখের গান
তুমি শুধু খুলে ফেল চিহ্ন
তোমার নাকফুল শোভা পায়
পুরনো  কেসে।