আম তলা জাম তলা বকুল তলা
ব্যাস্ত ভীষণ ভীরে
টায়রা পরা পায়রা ঘোরে আজ
মনের মধু বনে।
ফুল কুমারীর হাতে আজ
ফুলের মালা অনেক
বন্ধুরা সবাই উৎসবে মাতোয়ারা,
ছিল যত
কারেন আর সাবেক।
আজ বসন্ত দিনে লিখতে বসেছি
প্রেমের কবিতা
মুটকি বাড়ির চার দেয়ালে আটকা
আছি সকাল সন্ধা।
তুমি সখি কই
আম তলায় নেই,জাম তলায় নেই
বকুল তলায় নেই।
টায়রা তোমার কোথায়?
আমিতো মানুষ আলাভোলা
তাই-
এ বসন্ত দিনে প্রেমের কবিতা
ফুল নয়,হয়ে যায়
বেদনার শব্দ  মালা।