এটা কোন কল্পনার বিষয় নয়
নিজেকে আবিস্কার করেছি আবার
মানবিক এই আমি –আমার মন
আড়াই বছর ধরে ঢেকে আছে
কংক্রিট প্রলেপে।
বৃষ্টি তোমাকে আড়াই বছর
আমার ছুঁয়ে দেখা হয় নি ।
কালি সন্ধ্যা লণ্ঠনের মিটিমিটি
আলো , ঝুমঝুম টিনের চালে
তোমার নুপুরের শব্দ,
একাকিত্বে গুনগুন গেয়ে যাওয়া
গান ,ডুবে থাকা নিজের ভিতর
এ সবই আজ দুরের কথা
তোমার কথা মনে পরে –
মনে পরে আড়াই বছর,
মনে পরে আজ বৃষ্টি তোমায়।
তুমি বিহনে কতটা কাঙ্গাল
কতটা বেদনার্ত আজ আমি !