কোথায় যেন থাকব আমি
কোথায় এসেছি।
শখ করে এই রঙ মেলাতে
দোকন খুলেছি
লাগলে কিছু নিতে পার
মূল্য নেব না।
ভঙ্গলে মেলা আর আমারে
তুমি পাবে না।
মহাজনের মহাবাণী
বড় কঠিন লাগে।
তোমার সবুজ তোমার কোমল
কত ভালো লাগে।
সাধ থাকিলেও
শেষের পরে তোমায় দেখার
আর হবে না
আর হবে না
সাধ্য হবে না ।
রঙ মেলাতে রঙ উড়িয়ে
করব নিঃশ্বেষ ।
তোমার মাটির আদর বুকে
আমি যেন পাই অবশেষ।