একদিন আমার
রূহ চলে যাবে এই দেহ থেকে
বাড়িতে হবে কান্নার  রোল
আত্নীয় স্বজন পাড়া-প্রতিবেশি পাইবে খবর
সেদিন দেখিতে আসবে আমায়
মা কাঁদিবে বেহুঁশ হয়ে
বলবে হায় হায়  
বাবা লিফন তুই ফিরে আয় ।
সেদিন ,
কেউ আনিবে আমার কাফনের কাপড়
কেউ আবার করিবে গরম জল
কেউ কাটিবে ঝোঁপের বাঁশ
কেউ বা খুঁজিবে আমার লাশ
কেউ খুড়িবে আমার কবর
আমার মা থাকবে সেদিন
কান্নায়  বিভোর ।
গোসল করিয়া  সাদা কাপড়ে জোড়াবে আমায়
লাশের ঐ পালকি  সাজিয়ে
দোয়া শেষে কাঁধে তুলবে আমার লাশ
সবাই জানাবে বিদায় আমায়
আমার মা কাঁদিবে সে দিন
বলে হায় হায় ।