আমি   মানুষ  ।
জানতে   চেয়ো   না   আমার  
কাল  বিবর্তনের কথা ।
লজ্জা   পাবে   ওরা  ।
যাদের   তোমরা   বলো   আমার   পূর্বপুরুষ  ।
ওরা   আমায়   দেখে   ভ্যাংচায়।
কেন   জানো ?
বিজ্ঞানের   অবদানে  উপরে   নিয়েছি,
ওদের   হৃৎপিণ্ডটা  ।
বদলে   নিয়েছি ,
আমার   স্তব্ধ হয়ে   আসা  হৃৎপিণ্ডটাকে।
বিজ্ঞানের   জগতে , এ  এক  বিরাট   জয়যাত্রা ।
পৃথিবীর  ইতিহাসে,   এক  মহান  যুগের  সূচনা  ।
আমি   আবিষ্কার   করেছি ,
একটা  নিশ্চিত মৃত্যুর  বদলে , একটা  অপমৃত্যু । তাই   ভ্যাংচায় আমার   পূর্বপুরুষ  ।
আমি   হাসি,
ওদের  ভ্যাংচানীর  আধুনিকীকরণ   করে  ।
যদি কোনও দিন আবিষ্কার করতে পারি নিজেকে,
সেদিন   দেখব আমি   একটা  ,
ধবংস  স্তুপের সৃষ্টিকর্তা মাত্র  ।
কালের   বিবর্তনে ,
এটাই   হবে   শেষ   আবিষ্কার  ।