হে ভারতবাসী,ও তোমার কিসের দাগ?
তুমি যে বলো স্বাধীন  তুমি!
পরাধীনতার শৃঙ্খল তুমি খুলেছ বটে ।
তবু,দীর্ঘদিন বন্দী জীবনে পড়েছে পরাধীনতার ছাপ ।।
হে ভারতবাসী,তোমার পরাধীনতা আজও যায় নি।
ঘসে ঘসে  তুলতে পারনি ওই কলঙ্কের দাগ ।


আমি  মুছে দিয়ে যাব,
ইতিহাসে বন্দী করা ওই কালির দাগ ।
আমি স্বাধীন হবো,
পাহাড়ে আর জঙ্গলে
শহরের বস্তিতে  আর ফুটপাতে ।
আমি স্বাধীন হবো,
রাজনীতির গুহায় গুহায় ।
ইতিহাসের ইঁট খসে যাবে।
স্বাধীন হবে  ভারত মাতা।
আমি  স্বাধীন হবো ।
তোমরা স্বাধীন হবে ।
আমি আসছি,আমি আসছি ।