চুরি করে চোর পালালো,সাধু পড়ল ধরা।
বিচার হবে আদালতে, আইন বেজায় কড়া।
হাকিম সাহেব প্রশ্ন করেন-
"কী চাও তুমি বলতে?"
বললো সাধু - " হুজুর আমি পথ চলতে
চলতে..........."
মাঝখানেতে ধমক দিয়ে,
পেয়াদা বলে - ' হোই,
চুরি করে পালাচ্ছিলিস
পথ চললি ক‌ই?'
মুখের কথায় হয়না প্রমাণ
সাক্ষী সাবুদ চাই।
কাঠগোড়াতে সাক্ষী হলেন
সাক্ষী গোপাল তাই।
বললো  " হুজুর নিজের চোখে দেখে ছিলাম কাল,
জমিদারের গোলার থেকে, হতে চুরি চাল।"
মিথ্যে সাক্ষ্য সত্যি হলো, সত্যি পড়ল ঢাকা
সাধুর শুধু সত্যতা আছে, জমিদারের টাকা।
টাকায় কেনে বিবেক বুদ্ধি, টাকায় কেনে সাক্ষী
সাধু বলে-' হুজুর , আমার সাফাই গেয়ে লাভ কি?
ন্যায়ের দণ্ডে নেই কোনো ভুল,চোখ দুটি তার বাঁধা
খোলা চোখে দেখতে না পায়, আইন যে তাই ধাঁঁধাঁ।
"চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার"
লিখে ছিলেন কবি যে তাই, তুলনা নাই তাঁর।
ভাষার অর্থ পাল্টে গেছে আইনেতে ফাঁক,
সাধু ধরা পড়ল সেথায়, চোরে বাজায় ঢাক।