আমি   আমাতেই  সীমাবদ্ধ  
আমি   আমাতেই   অসীম,
কখনও   রাত্রি   আমি  
কখনও   বা   দিন  ।


কখনও   শান্ত   নদী  
কখনও   বা   সমুদ্রের   ঢেউ ,
কখনও   সবার   আমি  
কখনও   আমার   নয় কেউ।


কখনও   দেবতা   আমি  
কখনও  দানব,
বিধাতার  সৃষ্টি   আমি  
আমি   যে   মানব  ।


কখনও   সৃষ্টি   আমি  
কখনও   বা  ধবংসের  স্তুপ,
আমি   আমাতেই   সর্বশক্তি  
আমি   আমাতেই   শতরূপ  ।