বৃটিশ কবি  "Walter De La Mare" রচিত  কবিতা   "The Listeners" এর অনুকরণে  , আমার  ক্ষুদ্র  প্রয়াস  ।



আঁধারের বুক চিরে  বারবার
করেছে পথিক চীৎকার ।
পথশ্রমে ক্লান্ত আমি
বলেছে সে,  খোলো এ দুয়ার ।।


উত্তর দেয় না কেহ
নিথর আঁধার ,
আঁধারের বুক চিরে  বারবার
করেছে পথিক চীৎকার ।।


অন্ধকারে অট্টহাস্য
কোন  প্রেতাত্মার?
পথশ্রমে ক্লান্ত আমি
বলেছে সে খোলো এ দুয়ার ।।


উত্তর দেয় না কেহ
নিথর আঁধার,
শব্দ শুধু শোনা যায়
ঝাপটায় ডানা, নিশাচর ।।


ফিরে যাও হে পথিক
নাই হেথা প্রাণের সঞ্চার ।
অন্ধকারে অট্টহাস্য  
কোন প্রেতাত্মার?


আছে শুধু এ আঁধারে
মৃত্যু । প্রতীক্ষার,
ফিরে যাও হে পথিক
নাই হেথা প্রাণের সঞ্চার ।।


ফিরে যায় সে পথিক
অতীতের ফেলে  শবাধার ।
শব্দ শুধু শোনা যায়
ঝাপটায় ডানা নিশাচর ।।


আছে শুধু এ আঁধারে
মৃত্যু প্রতীক্ষার,
ফিরে যায় সে পথিক
অতীতের ফেলে শবাধার ।।