অন্তরের অলিন্দে শুনি  শব্দের  আনাগোনা  ।
সময়ের ফিসফিস, অপেক্ষায়   দিন গোনা ।
স্তব্ধ নিথর  দেহ , অচেতন   মন,
শীতল   পরশে  তার   জুড়ায়   নয়ন।
চারিপাশে   ছায়া   ছায়া  
কবে   কার   কোন   মায়া ,
নিতে   আসে   শেষ   নিঃশ্বাস  ।
হাতছানি   দিয়ে   ডাকে   মৃত্যু   পারাবার  ।
স্থির দৃষ্টি অনন্ত  পানে  
কোথায়  কেহ  না  জানে,
ঝাপসা  হয়ে  আসে   চারিদিক  ।
ঘুমায়   ঘুমায়   ধীরে  নিশ্চিন্ত নির্ভীক।