অদক্ষ   শিল্পীর    আবেগ   জড়িত  
কাঁপা   হাতের   প্রথম   খোদাই  ।
কপালে   টিপ , মধ্যবিত্ত ,
সাধারণ   এক   নারীমূর্ত্তি  ।
বুঝি,  রবীন্দ্রনাথের  সেই   সাধারণ   মেয়ে  ।
তারপর ? ......
কালের   গতিতে   ধুলোয়   ঢেকেছে   সেই   ছবি ।
কাব্যে  নয়, কাহিনীতে   নয়।
পাথরে  নয় ,  রঙ   তুলিতে   নয়।
                 কারো   মনে -
অবচেতনায়   খোদাই  ।
আপন   হাতে   ফুটিয়ে   তোলা  
                   যে   সাধনা ,
কী   তার   অনুপ্রেরণা ?
মধ্যবিত্তের   দোটানা   মনোভাব !
বিত্তশালীর  চিত্ত   বিনোদন ?
অথবা   (?)...........
থাক   সে   আলোচনা  ।