অবচেতন   অনুভূতির   অস্পষ্ট   চেতনায়  
               স্পষ্ট   সে রূপ,
অমাবস্যার  আকাশে   নিন্দুকের   ভীড়।
                 ও তো   ধার   করে   বিলোয়।
অন্তরে   আর   বাইরে   হয়নি   মিল  ।
              ইচ্ছের  বিরুদ্ধে   গেছে   শক্তি  ।
তবু   স্থির    ওই   কালের   প্রহরী  ।
                রূপে   ওর   মুগ্ধ   বরুণ,
                 পূর্ণিমায়   প্রকাশ   তার  ।
জোৎস্নায়   গা   ভাসিয়ে  
                মুখ   ঢাকে   নিন্দুকের   দল।