ডিসেম্বর মাস, শিহরিত একটি মাস
ভাল লাগা, ভালবাসা, প্রাণের সঞ্চার
স্বপ্ন আশা প্রত্যাশা, নতুনের শুরু
জন্ম সবই এ ডিসেম্বর মাস এ ।।


শীত যেমন সারা অঙ্গ কেঁপে চলে আসে
মনের অনুভূতি সমস্ত ভাললাগা এ ডিসেম্বর ই আসে
নতুন ধান, নতুন সবজি, নতুন ফসল
চারিদিক মৌ মৌ করে-সবই এ ডিসেম্বর ই যেন ।।


বড় দিন - শীত দিন, কুয়াশা মাখা ভোর বেলা
চিক চিক করা ঘাসের শিশির বিন্দু
স্রষ্টার বন্দনাতে মত্ত যেন প্রকৃতি
গ্রামের সরল বধুদের মূখে হাসি- এ ডিসেন্বর ই ।।


আজ ডিসেম্বর এর একটি দিন
পৃথিবীতে আগমন এ মাসে
মার কোলে নবজাতক শিশুর  কান্না
ক্লাশের ফাইনাল পরীক্ষার রেজাল্ট
নতুন কোন কিছু পাওয়ার আগমুহুর্ত- এ ডিসেম্বর ই ।।


ডিসেম্বর এ বিজয় দিবস
সোনার সবুজ বাংলার জন্ম
বিজয়ের তারা রাশি রাশি আকাশে
নতুন সংসার, নতুন পরিবার, নতুন  জামা কাপড়
নতুন ভাবনা --সবই এ ডিসেম্বর ই ।।


আমার ডিসেম্বর, আমার অহঙ্কার ।।