তুমি বিশ্বাস করো আর না করো
তুমি কিন্তু একজন প্রতিনিধি
কি ধরনের প্রতিনিধি, সে তো নির্ভর করে তোমার উপর
শান্তির, স্বপ্নের, প্রেমের না কি ভালবাসার প্রতিনিধি ।।


তোমাতে নিহিত আছে তুমি কে
তোমার কথা
তোমার হাসি
তোমার চলন আচরন
চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি-সবকিছুই বলে দেয়
আঙ্গুল দিয়ে, স্পষ্ট করে, সত্য সত্যই বলে দেয়
তুমি কিসের প্রতিনিধি ।।


দয়া, মায়া মমতা, অন্তরের চাওয়া পাওয়া
বাদ যায়না সেগুলোও
সারি সারি মনের আকুতি, কামনা বাসনা
পাহাড়সম কুটিলতা জটিলতা সাথে সাহস সৎ সাহস
দুঃসাহস, দুঃখ বেদনা, যন্ত্রনা-মন্ত্রনা
সবই প্রতিনিধিত্ব করে
তুমি কেমন প্রতিনিধি ।।