চেতনা একটি শব্দ
যা জীবনের সাথে জড়িত
চেতনা যদি না থাকে
সে জীবন যেন জীবন নয়
সে জীবন যেন অর্থহীন
সে জীবন যেন মূল্যহীন ।।


চেতনা, সে যে অনেক দূরহ
জীবন আছে চেতনা নেই
অন্তর আছে চেতনা নেই
মন আছে চেতনা নেই
প্রাণ আছে চেতনা নেই
চেতনাহীন দুনিয়াতে বেঁচে থাকাটাই যেন
অনেক কঠিন, অনেক কষ্ট, অনেক বেদনা ।।


চেতনা, বলা খুব সহজ
কিন্তু ধারন করা, পাওয়া
চেতনাতে থাকা
চেতনা লালন করা যেমন সহজ তেমনি কঠিন
সবাই চেতনাকে লালন করতে পারেনা
ধারন করতে পারেনা, চেতনাকে স্বাগত জানাতে পারেনা ।।


চেতনা বিহীন মানুষ
চেতনাবিহীন সমাজ
চেতনাবিহীন আমি, শুধুই একটি প্রাণী, মানবচেতনা বিহীন  প্রাণী
এলোমেলো চেতনার এক প্রাণী ।।