কবিতা যেন কবিতা নয়
শব্দ নয় ভাবনা নয় চিন্তা নয়
কোনটির সাথে কোনটার
নেই কোন সমন্বয় ।।


রৌদ্র, তাপ, আঁধার কালো,
এখানে সেখানে নেই কোন চাঁদের আলো
আমি নেই আমাতে, তুমিও নেই তোমাতে
সবই এলোমেলো ।।


সামনে তাকাই, শূন্য
পিছনে তাকাই, সেখানেও শূন্য
যেখানে তাকাই সবই শূন্য, কিছু নেই
কোলাহল নেই, প্রাণ নেই, জীবন নেই
নেই কোন ব্যস্ততা- সবই এলোমেলো ।।