এক দিনের সাথে আরেক দিনের নেই কোন মিল
আজকে সুন্দর দিন
গতকাল হয়তো এমন সুন্দর ছিলনা
তার আগের হয়তো অন্য রকম ছিল ।।


কালকে দিনটি হবে কেমন-জানেনা কেউ
প্রতিটি দিন প্রতিটি সময়
একেবারে অন্য রকম ।।
পৃথিবী যত কোটি মানুষ ততরকম সব
দিনগুলোও প্রতিটি ততরকম
মিল নেই কোন এক দিনের সাথে ।।


শীতকাল কিন্তু সব শীত কাল অন্য রকম
বর্ষা কাল তাও প্রতিবারই অন্য রকম
বসন্তকাল, সেতো আরো বেশী বৈচিত্রময়
রঙে, রুপে, রসে, সাজসজ্জাই
এক বসন্তের সাথে আরেক বসন্তের
নেই কোন মিল ।।


৭টি দিন যেমন ৭টি বার দিয়ে পরিচিত
তেমনি ৩০ দিনও তাদের মত করে পরিচিত
রবিবার আর সোমবার কখনো এক নয়
এক হতে পারেনা।।


আমি যেমন, তুমি তেমন
এ কখনো হয়না, হতে পারেনা, হবেনা ।।
তোমার মন, জন্ম, প্রত্যাশা, ভালবাসা
তা কখনো আমার হতে পারেনা
বার রকম দিন যেমন রকম ফের
আমি তুমি ঠিক তেমনই রকমফের-- এক হতে পারেনা ।।