স্বপ্ন নাকি সত্যি
কল্পনা নাকি বাস্তবতা
হবে নাকি হবেনা
যাবো না কি যাবোনা
বিষম ঘোরে কাটে যে দিন ।।


আমি আছি নাকি নেই
বসন্ত নাকি বর্ষা
দিনের আলো নাকি রাতের অন্ধকার
আকাশের তারা নাকি আকাশের মেঘমালা
স্পষ্ট কিছুই জানিনা ।।


গাছের লতাপাতা
নাকি কাগজের কৃত্রিমতা
বসন্তের ফুলের মুগ্ধতা
নাকি ক্ষণিকের স্নিগ্ধতা
সবই এলোমেলো কেমন যেন অন্ধতা ।।


আলোর কিরণ
চন্দ্রালোকের স্নিগ্ধ জোছনা
বসন্ত পাখির মুগ্ধ করা সূর
নবজাতকের পবিত্র সুন্দর মূখ
অদ্ভুত পৃথিবীর যা কিছু সৃষ্টি
সবই--সব যেন বিষম ঘোর ।।