ইদানিং মনটা ভীষণ অন্ধকার থাকে
দেহটাও যেন খুব ক্লান্ত , বল, শক্তি দূরে পালিয়ে বেড়ায় যেন
ভালবাসা গুলো অভিমানে লুকিয়ে থাকেে
আনন্দ, খুব কাছে ডাকি তবুও যেন শুনেই না ।


দিনগুলো খুব অচেনা মনে হয়
রাতগুলোও খুব হিংসুতে যেন
আমার কথাগুলো অস্পষ্টভাবে বলে
সুন্দর কথাগুলো একদম মুছতে পাইনা
রাত তৃমিও এত নিষ্ঠুর কেন?
কবে তুমি দয়ার মায়া জড়াবে আমার জন্য?


চারপাশের প্রকৃতিও খুব বেমানান যেন
স্বপ্নগুলো আসেনা কাছে
হাসিগুলো খুব কঠিন, পাথরের মত
নিথর হয়ে নিরবে বসে থাকে
আলোতে অন্ধকারের ছায়া-স্নিগ্ধতা নেই
নেই মুছর্না ।।


দিন যায দিনের মত
রাত যায রাতের মত
দিনের শেষে হয়না গানিতিক যোগফল
রাতশেষে দেখা হয়না যেন ভোরের আলো ।।