সব মানুষের, সবার একই কথা
ঘরে থেকো, নিরাপদে থেকো
কেন? ঘরে থাকলেই কি আমার জীবন নিরাপদ?
তাই তো বলে, ছোট বড় ধনী গরীব রাজা বাদশা
মহাজন ফকির নর-নারী --সবার একই কথা
ঘরে থেকো, নিরাপদে থেকো ।।


অদৃশ্য করোনা, ঢাল নেই, তলোয়ার নেই
হিংস্রতা রাগ দুঃখ অভিমান
ব্যথা যন্ত্রনা, মন অন্তর, কামনা বাসনা
কোন কিছুর নেই অস্তিত্ব, তবুও এত ভয়ংকর, এত ভয়াবহ, এত হুংকার
কে এই করোনা--- মানবতাকে তার এত ঘৃণা কেন?


লকডাউন, আইসোলেশন, হোমওয়ার্ক
অফিস নেই আদালত নেই বাজার নেই দোকান নেই
বন্ধ সব মহামারী করোনার তান্ডবেে
সারা বিশ্বে এত এত জীবন ছিনিয়ে নিলো
তৃপ্ততা নেই তবুও যেন, ক্ষুধা --জীবনের ক্ষুধা, মানুষের প্রাণের ক্ষুধা ।।


করোনাকে দূরে রাখতে হলে
করোনা থেকে রক্ষা পেতে হলে
নিজেকে সুরক্ষা করতে হলে
রাক্ষসী এই করোনার সাথে যুদ্ধ করে জিততে হলে
একটাই পথ, একটাই অস্ত্র, একটাই পথ
ঘরে থেকো -নিরাপদে থেকো ।।