ভিতরের বেদনা কত যন্ত্রনাময়
নিজে ছাড়া কেউ তা অনুভব করতে পারেনা
বুক থেকে ক্ষতবিক্ষত বেদনা ঝরতে থাকে অবিরত
দেখাতে পারিনা কাউকে
কত অসহায় প্রতিটি মানুষ ।।


বাইরে থেকে বুঝার উপায় নেই
ভিতরে ব্যথার পাহাড় দাঁড়িয়ে আছে
উচ্চস্বরে, আঙ্গুল তুলে উপহাস করে
অথচ বাইরে তা কেউ জানেনা ।।


তোমার সফলতা তোমাকে আনন্দ দেয়
কিন্তু তোমার বিফলতা তোমাকে বেদনাময় করে তুলে
তোমাকে তিলে তিলে মরন বরন করতে বাধ্য করে ।।
কিন্তু কেন? ভেবে দেখেছো?


এত হতাশ হতে নেই
সব দিন এক রকম না
জীবন মানেই দুঃখবেদনা ডাল পালাতে ভরা
কখনো দিনের মত সুন্দর
কখনো রাতের মত অন্ধকার ।।