কোটি কোটি সহজ সরল মন ভুলানো কথা
স্বপ্ন বিচরন করে
মনভুবনের ঠিকানা তলে
শেষ ঠিকানা কোথায়, উদ্দেশ্য কোথায়
কারো জানা নেই, জানতে চেয়েও হয়না কারো জানা।।


জীবন নিয়ে কল্পনা
যার শুরু এবং শেষ নেই
জীবন নিয়ে স্বপ্ন
যার সত্য মিথ্যা পরিমাপ করা যায়না ।।


আকাশে উড়ে বেড়াই
নদীর স্রোতে ভেসে চলি
চাঁদের আলোতে খেলা করি
সমুদ্র সৈকতে বসে থাকি-- অথচ কোনটাই বাস্তব নয়
সবই কল্প-কথা ।।


তোমার সাথে স্বর্গ পথে হাটি
হাত ছুঁয়ে হেসে বলি- তুমি আমার প্রেম
হাজার প্রজাপতি চারিদিকে
বুকে মাথা রেখে সুখের নিশ্বাস টানি
সবই তবুও কল্প-কথা মাত্র ।।