মেঘ নেই আকাশে
বৃষ্টি নেই ত্রিভূবনে
চাঁদের আলোয় আলোকিত রাত
তারার মেলায় ঝলমল দূর আকাশ ।।


তবুও ভাল নেই মন
কিসের বেদনা যেন ঢেউ খেলে যায়
শূন্যতা খাঁ খাঁ করে সংগোপনে
ভয় উঁকি দিয়ে আড় চোখে তাকায় যেন ।।


কি হবে
কি থাকবে
কি ভাবে কেমন করে- কখন কোথায়
কবে, কতদিন পর-- আসবে কি?
জাগে প্রশ্ন মনে -মন বেদনার অন্তরে ।।


কুয়াশায় ঢাকা ঘাস
ভোরে আলোতে নেই উত্তাপ
কনকনে শীত ছুঁয়ে দেখে
মিট মিট করে হাসে- অযথা
জেগে থাকে অপেক্ষা-মন বেদনার অন্তরে ।।