এমন দিনগুলিতে নিজের মনের চাওয়া
প্রত্যাশা আকুলতা ব্যকুলতা
কি চায়, কি চায়না
বুঝিনা, বুঝতে পারিনা, বুঝার ক্ষমতা হারিয়েছি যেন ।।


মন, কথা বলেনা, নেই গতি
স্বপ্ন নিয়ে ভাবেনা এ মন
আনন্দের মন যেন পালিযে বেড়ায়
কোথায়, কেন, কখন- হিসাবে মিলেনা ।।


কখনো মেঘে ঢেকে যায় মনের আকাশ
কখনো তারাগুলোর আলো উঁকি দেয় বারবার
তবুও এ মন কেন যেন নিরব
কেন নিরব, কেন মেঘে ভরে যায় এ আকাশ- অকারন ।।


অজানা ধরনীতে বিচরন
অচেনা মানবতার মাঠে যেন শূন্যতা
প্রেম ভালবাসা লুকোচুরি খেলে
মন চায়না কিছুই, কথাও বলেনা কিছুই - নিরব।।