ইচ্ছে করে ভীষণ
তোমাকে বলতে- খুব ভালবাসি আমি
কিন্তু অতীতেও হয়নি বলা
এখনো হয়নি
আমি জানি, ভবিষ্যতেও বলা হবেনা ।।


হঠাৎ করে পরিচয়
এক কথা , দু কথা , নানা ধরনের কথা
নিজের কথা, জীবনের কথা
একসময় তোমার আমার কথা
তবুও হয়নি বলা-ভালবাসি তোমাকে ।।


তুমি থাকো এক স্থানে
আমি থাকি আরেক স্থানে
দেখা হয়না বার বার--
সেই কবে হয়েছিল- ঠিক মনে নেই
বছর চারেক তো হবেই
তাতে কি? তোমাকে আমি ভালবাসি ।।


চলতে চলতে হতে পারে দেখা
হয়তো হবেনা কোনদিনও
তারপরও মনে জাগ্রত থাকে ছোট একটি আশা
যদি দেখা হয় তোমার আমার প্রিয় শহরে
সেই চেনা নদীর তীরে
তোমার আমার হাটার অলি গলিতে
তোমাকে খুব মিস করি, তোমাকে খুব ভালবাসি ।।