মনের কথাগুলো চলতে থাকে অবিরত
সারাক্ষণ কথা আর কথা, সময়ের গতির মত
বলতে থাকে, শব্দবিহীন, ঠিকানা বিহীন
বিষয় বিহীন, সিমানাবিহীন যখন যা খুশী ।


কখনো আনন্দিত কখনো বিষাদের মেঘ
কখনো নীল আকাশে ভাসে
কখনো সমুদ্রের ঢেউয়ে দোলে
কখনো আবার মেঘ বৃষ্টিতে ভিজে ।।


অতীত বর্তমান ভবিষ্যৎ
শিশু কিশোর যৌবন বৃদ্ধকাল
দিন রাত্রীর সমারোহ
পাহাড়, সমুদ্র, সমতল সবই বর্তনাম ।।


স্বপ্ন আসে স্বপ্ন ভাঙে
আশার আলো জ্বলে আবার নিভে
সুন্দর দিন অন্ধকার রাত্রী
প্রেম ভালবাসা মায় মমতা সবই জাগ্রত মনের এ মনকথাতে ।।