হে সুন্দর দিন, তোমার দেখা আজকাল পাইনা
অপরিচিত দিনগুলো আশেপাশে ঘুরঘুর করে
আমার সেই দিনটি বেশ নিরব ইদানিং-অথচ বলনা কিছু
কিছু বল-- ওহে দিন--নিশ্চয় কিছু হয়েছে তোমার ।।


তোমার মূখখানা এত মলিন কেন
এত কঠিনভাবে মূখ ফিরিয়ে আছো কেন
তোমার দেহের শক্তিখানা, অন্যখানে কেন
বলবে আমায় কিছু? ঠিকই বলবে একদিন-তাই না?


রৌদ্রছায়া গম্ভীর করে আছে বসে
সময়খানা বেজায় রাগান্বিত, কেন?
কিছু বল অন্তত আমায়-- কিছু শুনতে চাই
নিজের মনের মত করে, বল-শুনবো ।।


দিনের স্বপ্নগুলোও কাছে নেই-দূরে অজানা পাহাড়ে
কার ভয়ে লুকিয়ে আছো? বলবে আমায়?
প্রত্যাশা, তুমিও এত জরাজীর্ণ কেন, কিসের কষ্ট তোমার?
তুমি আজকাল খুব অপরিচিত আমার কাছে
তোমার দিন, তোমার ক্ষণ--এত অপরিচিত কেন?


ভালবাসি দিন অনেক ভালবাসি আমার প্রিয় দিনগুলোকে
কিন্তু অপরিচিত দিনগুলো শুধুই বেদনা নিয়ে হয় হাজির
আমি চাইনা বেদনার কষ্টের অপরিচিত দিনক্ষণ
আমার প্রিয়, আমার পরিচিত, আমার বন্ধু--তোমাকে চাই ।।