অন্তর জুড়ে ফাঁকা মাঠ
এদিকে শূন্যতা সেদিকে আকাশ
চারিদিকে ধুম্রজালের কু বাতাস
তারা নেই চাঁদ নেই
আলো নেই আছে অন্ধকারের লীলা খেলা ।


দৃষ্টিতে ভালবাসার রঙের রংধনু
অন্তরে প্রেমের মহা মিলনের বাঁশির সুর
পরক্ষণই বেজে উঠে বিরহের বিষাদ সুর
সব কিছু কেমন যেন শূন্যতা
জয় জয়কার শুধুই মৌনতার ।।


তবুও দুঃখ নেই
কষ্ট নেই এতটুকু
বিরহ ব্যথা নেই
কারন জানি আমি
গভীরতম অন্তরের সীমানায়
ভালবাসার রঙের সীমানায়
একমাত্র তুমি আছো যুগ যুগ ধরে
তাই অনুভবে সর্বদায় সীমানায় তুমি ।।
--------------------------