কতদিন কতরাত কতবছর!
হিসাব নেই
মিলবেনা কোনভাবেই কত দিন
তোমার জন্য করেছি অপেক্ষা ।


শেষ যাবার সময় একটু খানি হেসে
দুচোখে ছল ছল হয়ে
দুরু দুরু বুকে- কম্পিত স্বরে
বলেছিলে-ভাল থেকো
আমি আসছি রমজানের প্রথম দিনে ।


শেষ হয়না আর দিন ক্ষন
কত প্রথম রমজান পার হলো
এ জীবনে
কিন্তু তোমার আসার প্রথম রমজান
আর হয়না জানি আর হবেনা ।


আজ তোমাকে বলছি
আমার অপেক্ষা
ঠিক আজকে রাত বারটায়
শেষ হবে আমার শেষ অপেক্ষা
শুধু তোমার জন্য---
তারপর তোমার পালা
অপেক্ষায় থেকো আমার জন্য
আমি আসছি -- নতুন ভাবে নতুন রুপে
তোমার প্রেমের রাজ্যে--
প্রেমলীলায় অংশীদার হতে
আমি আসছি তোমার রাজ্যের নতুন নাগরিক হয়ে ।