ছায়া অপছায়া কারো সাথে নেই কোন মিল
অবাক করা কান্ড ভাবে কিন্তু ভীষন মিল
মননশীলতা ভালবাসা আবেগ অনুভুতি
দুজনেরই সমান বিচ্যুতি ।।


সামনে পিছনে উপরে নীচে মানবতার বেড়াজালে
সংগোপনে নিরবে নির্জনে খেলে আবার তালে তালে
অমিমাংসীত সন্ধি নিয়ে দুজনের বড় টানাটানি
তবুও নেই কোন বিভেদ করেনা কোন মানহানি ।।


ছায়া বিচরন করে আকাশে অপছায়া পাতালে
নামার সময় পায়না মনুষ্যত্বের ভূতলে
অথচ সর্বদা চায় থাকতে মানুষের আশেপাশে
এ নিয়ে মাঝে মাঝে দুজনের মধ্যে বেশ রেষারেষি ।।


সরলতা নম্রতা স্নিগ্ধতা সবকিছুর মূলে কামনা বাসনা
প্রেমের কুঞ্জলতার তলে দুজনে মিলে করে উপাসনা
অকৃত্রিম ভালবাসার গভীরে দৈহিক সঙ্গমে দুজনেই করে দৈব রচনা
ছায়া অপছায়া তাতেই করে নবসৃষ্টির সূচনা ।।


--------------------------------------------