খুব করে অবাক হই আমি
নিজেকে দেখে নিজের ভাবনাকে অনুভব করি যখন
এভাবে কেন অচেনা আমি নিজের কাছেই
হাসতে পারিনা আগের মত গাইতে পারিনা আর
অন্তরের ভালবাসার রাজ্যে কোন কিছুর অস্তিত্ব
নেই আর আগের মত ।।


প্রতিদিনের নীল আকাশ বড় অচেনা
সবুজ বনানী বড় বিষন্ন
নদীটার প্রবাহমান জলে নেই প্রাণ
জ্যোস্নার আলোতে দীপ্তটা নেই
কেন এমন রুপান্তর -- ভাবতে পারিনা ।


সুন্দর পৃথিবী মোহময় ভালবাসা
চঞ্চল হৃদয় উত্তাল আবেগ
স্তব্ধ কেন আজ -যা হবার কথা নয়
অন্তত আমার মনের গহীন রাজ্যে
কে যেন হঠাৎ এসে দখল করে নিলো
আমাকে বিলীন করে অন্যরকম আমাকে সাজিযে ‍নিলো
যেন আমি এখন --রুপান্তরিত অচেনা আমিতে
ছায়াতে মায়াতে মনেতে দেহেতেে
এমনকি অনুভুতিতে আর চেতনাতে ।।