কত কথা জমে আছে গহীন অন্তরে
কত অপেক্ষার প্রহর গুনেছি সেই ক্ষনের জন্য
থরে থরে যত কথা মালা হয়ে আসবে বাহিরে
মুক্তদানার মতই করবে চিকচিক -কেউ পারবেনা এড়াতে
তার দৃস্টিযোগল সাথে থাকবে আবেগের বন্যা ।।


মনের কথা সুরের কথা
বন পাহাড়ের সবুজের কথা
নীল আকাশের গোপন কথা
বুকের মাঝে লুকিয়ে থাকা বিষাদ সিন্দুর গল্পকথা
তবুও হবে কথা স্রোতের মত দিশেহারা ।।


কথা দিয়ে কথার খেলা
ভাবের কথার হয়না মেলা
অনুভবে যায় সারা বেলা
তাইতো বুকে এক পাহাড় হাজার কথা ।।