মনের কল্পনায় মনের ভুবনে মনের ভাবনায়
সবসময় সর্বদা কেমন যেন নিহারিকার মত ভেসে চলে
বার বার খুব সচেতন ভাবে অবলোকন করি
তবুও যেন ধুয়াসার মাঝেই বিচরন -অস্পষ্ট ।।


তোমার মলিন মুখখানার ছবি
তোমার নয়ন দুটির অশ্রুসজল হতাশা
তোমার অন্তরের বেদনার বর্ষণ
তোমার জীবনের সব প্রত্যাশার বির্সজন
বার বার ভাবনাতেই চলে আসে ভেসে আসে কালো মেঘের মত ।।


নতুন দিনের মত, নতুন সবুজ পাতার মত
নতুন জলধারার মত, নব প্রেরনার মত
সৃষ্টির সুচনা জাগাতে চাই বার বার
অথচ কোথা থেকে যেন কালো মেঘস্তম্ভ দাড়িঁয়েে আছে
ঠিক মনের দরজায় সাথে জানালায়ও
বের হওয়ার মুক্ত হওয়ার কোন পথ খোলা নেই  
নতুন কিছু আসবে বাইরে থেকে
তারও পথ যেন বন্ধ ---- তাইতো  
ভাবনাতে নতুন কিছু নেই ।। আমার ভাবনাতে --