তোমার কাছে আমার আর অন্য কোন নাম থাকতে পারেনা
প্রথম এবং শেষ সেই একই নাম কোনদিনও সে নাম পাল্টাবেনা
তুমিইতো বলেছিলে ! মনে নেই তোমার ?


চিরচেনা সেই নদীর ধারে
নদীর জল যখন খুব হাসছিল আমাদের জন্য
সেই ক্ষনে আমার ডান হাত ধরে খুব শক্ত করে ধরে
খুব স্নিগ্ধ সুরে কিন্তু কেউ যেন শুনতে না পায় সেভাবেই না বলেছিলে
তোমার সেই প্রিয় নাম মনে নেই তোমার?


খুব অবাক লাগে যখন তুমি অন্য নামে ডাকো
এমন তো কথা ছিল না
আমি বিন্দুমাত্র বিশ্বাস করতে পারিনা যে
নিজের রাখা ভালবাসার সেই নাম
ভুলে গেলে কিভাবে কোন অশনি স্রোতের টানে?
একদম মনে নেই তোমার ?


অসম্ভব রকম কষ্ট পাওয়ার কথা
আজব লাগে যখন কষ্ট আর কাছে ভিড়তে পারেনা
কেমন যেন অনুভুতিগুলোও যেন পালিয়ে বেড়াচ্ছেে
আকাশসম অভিমান নিয়ে সাগড়সম শূন্যতা নিয়ে
কষ্ট পেতে হয় তাও মনে নেই তোমার ?


আমার সেই একটিই নাম তোমার মনে থাকুক বা না থাকুক
চির চেনা সেই তোমার নাম ধরেই আমি আজীবন আছি আর থাকবো ।
যদিও একদম মনে নেই তোমার ।