অনুভুতিগুলো ছুটে বেড়ায় সাতসমুদ্র তের নদীর ওপাড়ে
মায়ার বাধন তাতে কি ? থাকেনা একলা সে, তার আপন ঘরে ।


ইউরোপ আমেরিকাসহ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগড়
মুগ্ধ চিত্তে পাড়ি দিয়ে চলেছে শিহরিত অতল সাগড় ।।


কখনো বটবৃক্ষ কখনো উজ্জ্বল নক্ষত্র কখনোবা দেবদাস
মহাশূন্য মাহাকাশ, অসীম তলদেশ সবখানেই তার আবাস ।।


দিন ক্ষনের হিসাব মিলেনা, সবই অবিরাম বহতা
কখনো নিজের অস্তিত্বই হয় বিলুপ্ত থাকেনা কোন বাস্তবতা ।।


ভাললাগা ভালবাসা আনন্দ-বেদনা নাকি বিরহের বা বিষাদের
অজানা সেই অনুভুতি আমার কাছে সে এক নামবিহীন অনুভুতি
বর্ণনাতীত শিহরন জাগানীয়া এক অনুভুতি ।