মন থেকে আমি যদি চাই
অনেক ভাল থাকতে পারি সমুদ্র সৈকতের মত
র্স্পশ করেনা আমাকে কোন ধুসর রঙের বেদনা
ভিড়তে পারেনা কোনমতেই অমানিশার ছায়া
আমার জগতে আমি হয়ে খুব বেশী ভাল থাকি  ।।


তুমি থাকো তোমার জগতে মাতাল হয়ে
আমি থাকি আমার জগতে কঠিন শিলা হয়ে
বেশ তো আছি গ্রীষ্মের শুকনো পাতার মত
জানি আমি, তুমি ভাল নেই,  আছো মরুভুমির বালুকণা হয়ে
তাতে আমার কি আবার তোমারও কি
শুধুই অন্তমিল আর কিছু নয় ।।