মানা সবখানেই
এখানে মানা সেখানে মানা
যেতে মানা, হাসতে মানা, খেতে মানা
চলতে মানা, কেমন যেন মানার মহারাজ্য যেন।।


এত মানা! সীমাবদ্ধতার ফুলগুলো যেন রাশি রাশি
দেহে মনে প্রানে ।।


তবে মানা কথাটি খুব মিষ্ট যেন
যদি স্বাদ নিতে পারো নিজের মতো
গ্রহন করতে হবে মানাকে, লালন করতে হবে মানাকে
নিজের মনের ফুল দিয়ে সাজাতে হবে মানাকে
তবেইতো হবে মিষ্ট মানা ।।


সিমাবদ্ধতাগুলো তখন রুপান্তরিত হবে
নবরুপের ফুলের ঢালা,
জীবনের নবসূচনার মুকুলসম যা হবে ফুলে ফলে সজ্জিত ।।


সীমাবদ্ধতার সমাধি  ।।