চলতে চলতে, ধীরে ধীরে, শততমতে আমি
কখনো লিখেছি, কখনো দেখেছি
কখনো পড়ে পড়ে আনন্দে ভেসেছি
কখনো আবার অনুভূতিতে সাঁতার কেটেছি ।


ইচ্ছা অনিচ্ছা দিন রাতের মত হেটেছে
কখনো ঘুমিয়ে কখনো জেগে জেগেই
কোথায় যেন অজানা পথে হেটেছে
এত কিছুর পরেই শতমত রাজ্যের যেন দর্শন ।।


নতুন পথের ঠিকানা দেখেছি
প্রিয় সুন্দর অনুপ্রেরণার বাণী পেয়েছি
হতাশার মাঝে প্রত্যাশার দ্বীপ জ্বেলেছি
রোগ জরা অনিশ্চয়তা মাঝে
নতুন রঙিন অবারিত পৃথিবীর দেখা পেয়েছি ।


কৃতজ্ঞতার ঢালি প্রিয় বাংলা কবিতা
অবারিত সুযোগ দিয়ে আলিঙ্গন করেছো
মায়া মমতা ভালবাসা সবই দিয়েছো উজার করে
তাইতো আমি শততমর ছোঁয়াই আজি উদ্বেলিত ।