রক্ত মাংসের এই জীবন
হাসি কান্নার এই জীবন
আনন্দ বেদনা জয় পরাজয়
অপমান অপবাদ, বাস্তব অবাস্তব , সত্য মিথ্যা
সবই এ রক্ত মাংসের জীবনে, জটিল কুটিল জীবনে বহমান ।


জীবন চলার পথ এত সহজ নয়
সবার মত আমিও জানি, তুমিও জানো
না জানতে চাইলেও এ জীবন কেমন, সবাইকে তা জানায়
তাইতো প্রতিটি মানুষ, সচেতনভাবে যেমন জানে
অবচেতন মনেও জানতে বাধ্য হয়, এ জীবন যেমন সুন্দর তেমন একটি যুদ্ধক্ষেত্র ।।


পরাজিত সৈনিক হতে হতে একদিন বিজয়ী সৈনিক হতে পারবেনা
তা কেউ হলফ করে বা সিউর করে বলতে পারেনা
কারন সৈনিকের দেহে এখনো জীবন নামক বায়ুটি প্রবাহিত হচ্ছে
জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পরাজিত সৈনিক যুদ্ধ করে চলে
এটাই বাস্তব, এটাই যথার্থ এবং এটাই তার কর্তব্য ।।


যখন তার চারিদিকে শক্রু আক্রমন করে
দশদিক ঘিরে ফেলে, বাঁচার মত পথ সে মুহুর্তে খোঁজে পায়না
পরিস্থিতির কারণে সে মরনের মত এক বন্ধুকে আকড়ে থাকে হয়তোবা
কিন্তু মরন কাছে পিছে ভিড়তে পারেনা কোন এক অলৌকিক হাতের স্পর্শে
বা কোন সৌভাগ্যের জিয়ন কাঠির জন্য যা তাকে আরো শক্তিশালী করে ।।


ক্ষণিকের জন্য নিরুপায় হয়ে সে মৃত হয়ে পরে থাকতে পারে--
ঘন্টা, দিন বা বছর হতে পারে- কিন্তু জীবন তো আছে!!!
ধৈর্যকে সাথী করে, সত্যকে সম্বল করে, মিথ্যাকে সময়মত ভেঙে চুরমার করে
আবারো নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে যে কেউ
যুগে যুগে পৃথিবীতে তাই হয়েছে এবং হচ্ছে
যা জয়ের মালা অবলীলায় ছিনিয়ে আনতে পারে এক সময়ের মৃতপায় পরাজিত সৈনিক।


অন্যের কাছে, মিথ্যার কাছে, কুমন্ত্রনার কাছে
সে পরাজিত এক সৈনিক হতে পারে
সমালোচনার দুনিয়াতে, প্রতিশোধের পৃথিবীতে, ষড়যন্ত্রের দাবানলে
রাতের অন্ধকারের অন্ধবিশ্বাসে, চাকচিক্যের মিথ্যা আনন্দে
নীরিহ, পরাজিত, মৃত, দুর্বল বা নিন্দার স্রোতে সে ভাসমান হতে পারে
অথচ তার জীবন আছে এটা কত শক্তি তা হয়তো কেউ অনুভব করেনা ।।


এত অপমান, অপবাদ, নিন্দা মিথ্যাচার এর স্রোত পাড়ি দিতে যে জানে
তাকে ছোট করে দেখা বা পরাজিত ভাবা মানেই বোকা ।
মনে রাখতে হবে,
কারো মিথ্যাচারে, নিন্দাই, অপমানে বা অপবাদে অথবা প্রতিশোধের আগুনে
পুড়ে পুড়ে যে এই জীবনটাকে পার করতে পারে
রক্ত মাংসের জীবনকে উপভোগ করতে পারে,
সবকিছুকে নিয়ে জীবনকে সহজ করতে পারে সেই প্রকৃত বীর ও বিজয়ী এ জীবনে, অলৌকিক এ দুনিয়াতে এবং যুদ্ধক্ষেত্রে ।।


সুতরাং জীবন মানেই যুদ্ধক্ষেত্র তা সবাই বিশ্বাস করে  
এবং যুগে যুগে সবাই তা মানে
রক্ত মাংসের মানুষ মাত্রই স্পষ্টই তা জানে ও তা মানে
আমিও তার বাইরে নই কারন লাল রক্ত মাংসের মানুষ আমিও একজন
কারো অপমান অপবাদে আমার একটি কালো চুলও হয়না সাদা
বা আমার লাল রক্ত হয়না আর সাদা এবং এটাই চরম সত্য ও বাস্তব
এ জীবন অনেক দামী, কারো দেয়া ভিক্ষা নয়, সৃষ্টির এক রহস্য মাত্র।।