তোমার চোখ সবসময় কি এমনই থাকে?
কেমন?
টানা টানা, ছল ছল-উজ্জ্বল-প্রেম দীঘি যেন
চোখে প্রেম ভালবাসা স্নেহ আদর সুখানুভূতি
সবই চোখে হয় প্রকাশিত ।।


চোখের হাসিটা এত অদ্ভুত কেন?
কেমন?
এই যে মায়াময়ী, প্রেরণা কারী, নন্দিনী
সোহাগী, রুপময় অনুপমা
সবই যেন চোখের জ্যেতিতে দিপ্তীময় ।।


কখনোও কেঁদেছো?
মানে?
নিজের অজান্তেই কেঁদে চলি
কেউ যদি ভালবাসে, কেউ যদি প্রশংসা করে
কৃতজ্ঞতায় আনন্দে কেঁদে উঠি
অভিমান করেও কেঁদে উঠি, এই চোখ দিয়েই ।।


চোখের তারাই যেন জীবন্ত ক্যামেরা
এই চোখ দিয়ে পৃথিবীর সব কিছু দেখি
অনুভব করি, আনন্দিত হই,  ‍পুলকিত হই
কখনো কখনো বেদনার অশ্রুজলে চোখের তারা করে টলমল
অন্ধকারময় হয়ে চারিদিকে তখন হয় যেন কালো, শূন্য ।।