হাসতে না জানাটা মনবতার একটি অভিশাপ
তাই বলে সর্বদা অকারনে হাসাটা
একটি অনিয়ন্ত্রিত হাসি, কখনো আবার বিদ্রূপে হাসি
তবুও মানুষ হাসে. হাসতে হয় জীবনের জন্য ।।


সুন্দর হাসিটা একটি জীবন্ত বা অনুপ্রেরণার হাসি
ব্যঙ্গ করে হাসিটা ধবংসের হাসি
মুচকি হাসি কারো জন্য ভাল কারো জন্য বেদনার
তবুও আমরা হাসি, হাসতে হয় নিজেদের জন্য ।।


অট্ট হাসিটা যেমন ভাল তেমন অশুভ কখনো
অন্তরের হাসিটা আনন্দের, সুখের, প্রেমের
হৃদয়ের হাসি, সেতো ভালবাসার, প্রত্যাশার, মঙ্গলের
তবুও আমিও হাসি, হাসতে হয় আমার জন্য ।।


মায়াময় হাসিটা তোমার
আকৃষ্ট করে তোমার প্রেমময় হাসি
জীবন্ত প্রেম খেলা করে তোমার হাসিতে
আদর সোহাগের ভাবাবেগ থাকে উথলিত হাসিতে
পূর্ণতার তৃপ্তি অবলোকন করি তোমার প্রানবন্ত হাসিতে ।।